۲۴ آذر ۱۴۰۳ |۱۲ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 14, 2024
গাজা যুদ্ধবিরতি নিয়ে ‘ছেলেখেলা’ করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন

হাওজা / গাজা যুদ্ধবিরতির জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাম্প্রতিক আহ্বান কেবলই ‘ফাঁকা আওয়াজ’।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, গিডিয়ন লেভি নামে ইসরায়েলি গণমাধ্যম হারেৎজের এক কলামিস্ট দাবি করেছেন, গাজা যুদ্ধবিরতির জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাম্প্রতিক আহ্বান কেবলই ‘ফাঁকা আওয়াজ’।

গাজা যুদ্ধবিরতি নিয়ে ব্লিঙ্কেন মূলত ‘ছেলেখেলা’ করছেন বলেই অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার তেল আবিব থেকে আল জাজিরাকে তিনি এসব কথা বলেন।

এ নিয়ে কাতার ভিত্তিক সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, গিডিয়ন লেভি দাবি করে বলেছেন, ‘ব্লিঙ্কেন এবং মার্কিন প্রশাসন যদি সত্যিই চাইতো, তাহলে গাজা যুদ্ধ ইতোমধ্যেই শেষ হয়ে যেতো।’

গাজা নিয়ে ব্লিঙ্কেন মূলত ‘ছেলেখেলা’ করছেন অভিযোগ করে ইসরায়েলি সাংবাদিক ও কলামিস্ট বলেন, ‘ইসরায়েলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা এবং যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলকে অনুরোধ করা একটা বড় রকমের প্রহসন। এটা আন্তর্জাতিক সম্পর্ক নয়, এটা নিছক ছেলেখেলা।’

লেভি এ সময় ইসরায়েলি নেতারও সমালোচনা করেন। সম্প্রতি হামাস ও হিজবুল্লাহর দুই শীর্ষ নেতাকে হত্যার নেপথ্য নিয়ে তিনি বলেন, ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুও এ যুদ্ধ শেষ করতে চান না এবং তেহরান ও বৈরুতে হত্যাকাণ্ডের পেছনে এটিই মূল কারণ।

এদিকে বর্তমানে ইসরায়েলি জনসাধারণের মানসিক পরিস্থিতি সম্পর্কে হারেৎজের এ কলামিস্ট বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরান এবং লেবাননের সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে ইসরায়েলি জনগণের মধ্যে তেমন কোনো আতঙ্ক নেই, ‘যদিও আতঙ্কের যথেষ্ঠ কারণ থাকতে পারে’।

লেভি বলেন, ইসরায়েলিরা খুবই সতর্ক। বেশিরভাগ ইসরায়েলিই এখন বেশি বেশি পণ্য কিনছে এবং নিজেদের প্রস্তুত করার চেষ্টায় রয়েছে। তবে তাদের মধ্যে তেমন হুড়োহুড়ির ব্যাপার নেই, অনেকটা স্বাভাবিকভাবেই তারা সবকিছু করছেন। তবে ইসরায়েলি জনগণ মনে করছে যে, তারা একটা অজানা কিছুরই মুখোমুখি হতে যাচ্ছে।

تبصرہ ارسال

You are replying to: .